
বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি নতুন সার্চ ইঞ্জিন খুঁজোওয়েব (Khujoweb.com) সম্প্রতি যাত্রা শুরু করেছে। এটি বাংলা ভাষায় প্রাসঙ্গিক তথ্য খোঁজার জন্য সহজ, কার্যকরী ও ব্যবহারকারী-বান্ধব একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
খুঁজোওয়েবের মাধ্যমে ব্যবহারকারীরা এখন বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চলের খবর, বিনোদন, শিক্ষা, সরকারি তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই খুঁজে পাবে।
এ প্রসঙ্গে খুঁজোওয়েবের একজন প্রতিনিধি বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলা ভাষাভাষী জনগণের জন্য একটি সহজবোধ্য ও উপকারী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা এমন একটি স্থানীয় অনুসন্ধান অভিজ্ঞতা দিতে চাই, যা বিশ্বস্ত ও প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করবে।”
বাংলা ভাষার অনলাইন জগতে নতুন সংযোজন হিসেবে খুঁজোওয়েব কেমন সাড়া ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।