সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
☑পুলিশ সুপার (এসপি)মহোদয়, সুনামগঞ্জ, সিলেট রেঞ্জ
সম্প্রতি জামালগঞ্জ থানা পুলিশ ২ হাজার শলাকা ( ৪ প্যাকেট, প্রতি প্যাকেটে ৫’শ শলাকা) আমদানি নিষিদ্ধ ভারতীয় সেখ নাসির উদ্দির বিড়ি সহ জামালগঞ্জ থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া লোকটি ধনী বা দরিদ্র সেটি দেখার বিষয় নয়, বিড়ির পরিমাণ কত তাও দেখার বিষয় নয় , বিড়িতে ৪ প্যাকেটে ধরা পড়া চোরাকারবারি!
এমন চোরাকারবারি গ্রেফতারের কাজটি নি:সন্দেহে প্রশংসার দাবি রাখেন আপনি সহ জামালগঞ্জ থানা পুলিশ।
জেলার জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, মধ্যনগর, ধর্মপাশা, দিরাই, শাল্লা সহ গোটা জেলায় কোটি কোটি টাকার বিনিয়োগ করে ভারতীয় মদ, গাঁজা ( সিদ্ধি, গঞ্জিকা), ইয়াবা, গাদিপশু (গরু, মহিষ, ঘোড়া,)চিনি,ফলমুল, কসমেটিকস, মসলা, সুপারি, কম্বল, থান কাপড়, কয়লা, চুনপাথর, মোটরসাইকেল, অস্ত্র সহ নানা চোরাচালানের পণ্য সামগ্রী চোরাকারবারে জড়িত কয়েক হাজার খাছা ভর্তি বিড়ির চালান আনে এমন চোরাকারবারির সংখ্যাও নেয়াহেত কম নয়।
সুনামগঞ্জ জেলাটি মূলত হাওর ও সীমান্তঘেষা এক জনপদ। এ জেলার প্রতিটি উপজেলা এবং গ্রামীণ জনপদের হাট বাজারে এমন কয়েক হাজার ভারতীয় বিড়ি কারবারি রয়েছে।
যাদের অধিকাংশই কোন কোন মহলে মাসোহারা দিয়ে স্টাইক নামে দোকান খুলে বসে বিড়ি ব্যবসার আড়ালে মূলত বিদেশি মদ , গাঁজা , ইয়াবার কারবার করেই যাচ্ছে।
মাদক আমাদের বাংলাদেশের জন্য একটি জাতীয় সমস্যা।
আশা করি আপনার কর্মদক্ষতায় সুনামগঞ্জ জেলাকে মাদক মুক্ত , ভারতীয় সেখ নাসির বিড়ি কারবার নামে স্টাইক মুক্ত একটি আলোকিত সুনামগঞ্জ জেলা গড়ে তোলার ব্যাপার যথেষ্ট পেশাদারিত্ব ও আন্তরিকতা দেখাবেন আপনি এবং আপনার দিক নির্দেশনায় থাকা জেলার প্রতিটি থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ক্যাম্পের দায়িত্ববান পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগণ।
জাতী আপনার দক্ষতার প্রতি আস্থাশীল, সকল মহল আপনার সফলতা কামনা করে।
বিনয়াবনত:
হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তর, স্টাফ রিপোর্টার-০৭ ফেব্রূয়ারি শুক্রবার ২০২৫ খ্রীস্টাব্দ। ( ডেপুটি ডিরেক্টর, পরিবশে ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি, / যুগ্ন সম্পাদক, বাংরাদেশ সাংবাদিক কমিউনিটি(বিএসসি) ঢাকা বাংলাদেশ ।
এই মতামত একান্তই লেখকের —–
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT