সিলেট ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ঈদ উপলক্ষে ঘরমুখো ও কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে,অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুইজনকে বিষ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
৪ঠা এপ্রিল শুক্রবার বিকেলে সদরের পিঁপড়াকান্দা স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। নেত্রকোনার সাথে যাতায়াকারী সিএনজি চালকগণ প্রায়৫০ কিলো রাস্তার জন্য অনির্ধারিত ভাড়া ২২০টাকা থাকলেও ঈদ উপলক্ষে ৩থেকে ৫শত টাকা পর্যন্ত ভাড়া আদায় করছিল।
এনিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমকর্মী ফেসবুক স্ট্যাটাস ও একাধিক ফোনের মাধ্যমে প্রশাসনকে অবগত করেন ভুক্তভোগীরা।এরপ্রেক্ষিতে সরেজমিন অনুসন্ধানে সত্যতাপান নির্বাহী কর্মকর্তা।সড়ক পরিবহন আইন২০১৮/২৫ধারায় দুই সিএনজি চালককে দশ হাজার করে মোট বিষ হাজার টাকা জরিমানা অথবা দশদিনের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্যাট উজ্জ্বল রায়।দন্ডপ্রাপ্ত সিএনজি চলকরা হলেন মোঃআবির ও নুরুজামান।এসময় নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গণমাধ্যমে জানান উপজেলা পরিষদের আগামী মাসিক উন্নয়ন সভায় জনস্বার্থে ভাড়া নির্ধারণ করে তালিকা টানিয়ে দেয়া হবে।যেন অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে পথচারীদের তছরুপের স্বীকার না ‘হন পথচারীরা।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT