কোনো প্রকার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হবে: মোঃ মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

কোনো প্রকার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হবে: মোঃ মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। আর এটি একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার হবখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নড়াইলে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন্নবী জিহাদীর জানাজার নামাজে মিয়া গোলাম পরওয়ার ইমামতি করেন। নামাজ নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, শনিবার বিকেলে বার্ধ্যকজনিত কারণে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী (৭৮) নিজ বাড়ি সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে ইন্তেকাল করেন। এসময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো প্রকার সংস্কার ছাড়া নির্বাচন ২০১৪, ১৮, ২৪ এর মতোই অর্থহীন হবে।

সে কারণে কোনো প্রকার প্রশাসনিক সংস্কার ছাড়া জামায়ামে ইসলামী কোনো নির্বাচন অনুষ্ঠান চায় না। এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সব বিভাগের সংস্কারে দীর্ঘ সময়ের প্রয়োজন। এটি অর্ন্তবর্তীকালীন সরকারে পক্ষে সম্ভব নয়।

এ জন্য একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট যেসব বিভাগ রয়েছে দ্রুততম সময়ে সেগুলো সংস্কার করে নির্বাচন করতে হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সম্ভব। এর পরই জাতীর সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানাজায় নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়জ্জামানসহ জামায়াতে ইসলামীর স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল