প্রধান শিক্ষকের অফিসে বিএনপি নেতাদের তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

প্রধান শিক্ষকের অফিসে বিএনপি নেতাদের তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে তালা দিয়েছেন স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী। এমনকি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বন্ধ করে শিক্ষকদের লাঞ্ছিতের অভিযোগ ওঠেছে তাদের বিরুদ্ধে।  সোমবার সকালে হওয়া এ ঘটনার জেরে বিক্ষোভ করেছেন স্কুলটির শিক্ষার্থীরা। 

 

 

বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ।

বিএনপি নেতাদের দাবি, প্রধান শিক্ষক অনৈতিকভাবে স্কুল পরিচালনা করছেন। আর প্রধান শিক্ষক আনিসুর রহমানের দাবি, কমিটি নিয়ে হওয়া দ্বন্দ্বের জেরে তার রুমে তালা লাগানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও অনৈতিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন আনিসুর।  টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ করেন তিনি।  সেই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হলেও এতে প্রধান শিক্ষক রাজি হননি। এর জেরে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

তবে প্রধান শিক্ষক আনিসুর বলছেন ভিন্নকথা।  তিনি জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে বিএনপির তিনজন ও জামায়াতের একজন আবেদন করেন।  শিক্ষা বোর্ডে শুধুমাত্র বিএনপির তিনজনের নাম পাঠাতে তার ওপর চাপ দেওয়া হয়। তবে তিনি জামায়াতের নেতার আবেদনও বোর্ডে পাঠান। এর জেরে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানানোর পরই আমি সেখানে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে অফিস কক্ষের তালা খুলে দিয়েছে। তবে খেলাধুলা অব্যাহত রাখার জন্য বলেছিলাম;  কিন্তু পরিবেশ না থাকায় খেলাধুলা বন্ধ রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল