অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের সাত বারের নির্বাচিত চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার শেষ নিঃশ্বাসের মাধ্যমে পরলোকে গমণ করেছেন।”ঔদিব্যানঃলোকানঃস্বগচ্ছাতু”
২৪জুন মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় ছয়হাড়া গ্রামের নিজবাড়ীতে বার্ধক্যের অসুস্থ্যতা জনিত কারণে মৃত্যু বরণ করেন।মৃত্যু কালে তাঁর বয়স ৯৮বছর।
তিনি জীবদ্দশায় জামালগঞ্জ উপজেলার অসংখ্য সালিশ ও জনকল্যাণ মুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এবং যুবক বয়স থেকেই উপজেলার ফেনারবাক ইউনিয়ন পরিষদে গণভোটে ৭বার চেয়ারম্যান হিসেবে বিজয় অর্জন করে সুনামের সহিত এলাকার সাধারণ জনমানুষের সেবা দিয়ে গেছেন।সদ্যপ্রয়াতের ৫পুত্র ও ১কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের মৃত্যুতে কয়েকটি উপজেলার রাজনৈতিক সহ অসংখ্য নেটিজেনরা শোকাহত পরিবারের জন্য সমবেদনা ও গভীর শোঁক প্রকাশ করেছেন।সদ্য প্রয়াতের শেষকৃত্য নিজগ্রামেই সৎকার করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন প্রয়াতের দ্বিতীয় পুত্র ফেনারবাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজল তালুকদার।
আপনার মতামত লিখুন :