সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ছাতক শিল্প নগরীতে প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে উদ্যোক্তা মেলা। তিনদিন ব্যাপীর এই উদ্যোক্তা মেলার শেষ দিন মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছিলো উদ্যোক্তা মেলা। মেলার শেষ দিন ছিল চমৎকার আকর্ষণ র্যাফেল ড্র, এ উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি তুলেন সিলেটি নাটকের জনপ্রিয় নাট্যঅভিনেতা মুরাদ আহমেদ বেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ছাতক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকী মুহিত, সানি আব্দুল্লাহ, মেলার প্রধান উদ্যোক্তা জুবায়ের আহমেদ ও রাহমাত হাসান, এসময় অতিথিবৃন্দ শহরের রওশন কমপ্লেকে উদ্যোক্তা মেলায় বসানো ২৪ টি ষ্টল পরিদর্শন করেছেন। ৩য় দিন অনুষ্ঠান পরিচালনা করেছেন শিক্ষক মানিক মিয়া লিটু। এ সময় ছিলেন সহকারী উদ্যোক্তা এমরান আহমদ মাহিদ, পাবেল অভি, রাসেল মিয়া, সাইদুল হক রাহেল, সাইদুর রহমান সাইদ, সালমান রহমান, শাহানুর হাসান শান্ত, নাইমুর রশিদ ফাহিম, সাব্বির আহমদ, সুমাইয়া আক্তার, আমিনা বেগম সহ বিভিন্ন ষ্টলের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতকে উদ্যোক্তা মেলা এই প্রথম। মেলাটি প্রথম দিনেই বেশ জমে উঠেছে। সকাল থেকেই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলার প্রধান উদ্যোক্তা রাহমাত হাসান জানান, প্রথম বারের মতো মেলাটি শুরু করে বেশ সাড়া পেয়েছি আমরা। আগামীতে বড় পরিসরে ছাতকে উদ্যোক্তা মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT