সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কারটি পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা সড়কে প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন জানান, জাতীয় জরুরি সেবা নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের আগুন নির্বাপন করি। এ ঘটনায় কেউ আহত হননি। আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা যায়নি।
তবে এ ঘটনাটিকে অনেকেই নাশকতা বলে দাবি করছেন। যদিও নবীগঞ্জ থানা পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আগুনের মূল ঘটনা জানা যাবে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে জানতে পারি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT