সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূয়া মামলা দিয়ে সিনিয়র সাংবাদিকদের সরিয়ে প্রেসক্লাবের সভাপতি হতে চান এক পাতি নেতা।কারো ব্যক্তি স্বার্থে পুলিশকে যাতে কেউ কাজ লাগাতে না পারে এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক কমিটির সাথে সূধীজনদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক লেখক ও চিন্তক সারোয়ার তুষার।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অধিকার কে সংরক্ষণ করার জন্য একটি রাজনৈতিক দল দরকার। বিএনপি নেতাদের গুম, খুন ও অত্যাচারে বিচার না চেয়ে তারা নির্বাচন নিয়ে বিজি, তাদের লজ্জা থাকা উচিত । তিনি বলেন, পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি হচ্ছে পুলিশ দেখে না, পুলিশ মামলা নিয়ে বানিজ্য করছে, শ্রীমঙ্গলে সাংবাদিকদের নামে ভূয়া মামলা রেকর্ড করেছে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি হতে চান এক পাতি নেতা। ভূয়া মামলা দিয়ে সাংবাদিকদের দূরে সরিয়ে খালি মাঠে সভাপতি হতে চান ওই নেতা। এই মিথ্যা মামলা থেকে সাংবাদিকতের অভ্যাহতি দিতে হবে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ এর সভাপতিত্বে রবিবার রাতে শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে আয়োজিত এ সভায় আরো বক্তব্যদেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, তাজনুভা জাবীন, শেখ তাসনিম আফরোজ ইমি, সাদিয়া ফারজানা দিনা। ডেপুটি সুপ্রিম লিডার বরুনা মাদ্রাসা, শ্রীমঙ্গল এর মাওলানা শেখ নূরে আলম হামিদী, শ্রীমঙ্গল সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ, শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক অয়ন চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম। তিনি বলেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের অনেক জুলুম অত্যাচার করেছে। অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছে। এখন তারা দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছেন। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, মাথা ঠান্ডা রাখুন, ড. ইউনুস ডিসেম্বর অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।
এ সময় তিনি ড. ইউনুসকে উদ্দেশ্য করে আরও বলেন, জুলাই ঘোষনা পত্র দ্রুত দিতে হবে। এটি নিয়ে যদি ড. ইউনুস কোন গড়িমসি করেন তাহলে এর বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হব আমরা।
এ সময় জাতীয় নাগরিক কমিটির নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, আমরা দেখেছি একটা মুক্তিযুদ্ধের সরকার নিজেদের স্বার্থে জুলুমবাজ হয়ে গিয়েছিল এবং তাদের পরিনিতিও আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে। এখন পরিবর্তন এসেছে তার মানে এই নয় যে, প্রতিশোধ নিতে গিয়ে আপনারাও তাদের মতো হয়ে যাবেন। তাহলেতো আপনাদের ও তাদের মধ্যে কোন পার্থক্য নেই।
জাতীয় নাগরিক কমিটির অপর কেন্দ্রীয় নেত্রী তাজনুভা জাবীন দেশের জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের সমর্থন অব্যাহত রাখেন। আমরা দেশকে ভালো কিছু উপহার দিবো। আপনারা দেখেছেন এই কয়েকদিনে দেশের বড় দলগুলো আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেছে। অথচ দুই দিন আগেও তারা এই জুলাই আগষ্টে নির্বাচন চেয়েছিল। এই অন্তরবর্তী সরকারই নির্বাচন দিবে, যা হবে নিরপেক্ষ নির্বাচন।
জাতীয় নাগরিক কমিটির অপর কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন মোহাম্মদ বলেন, মানুষের নায্য হিসাব আদায় করে দেয়ার জন্যই নাগরিক কমিটির সৃষ্টি। আমরা সেই লক্ষেই কাজ করছি।
জাতীয় নাগরিক কমিটির অপর কেন্দ্রীয় নেত্রী সাদিয়া ফারজানা দিনা বলেন, যারা রাষ্ট্রের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার করে আপনারা কি নতুন বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চান? এটা হতে দিলেওতো, যেই লাউ সেই কদু! তাহলে জুলাই আন্দোলনের আকাংঙ্খা বাস্তবায়ন হবে কিভাবে?
সভাপতির বক্তব্যে প্রিতম দাশ বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশ চাই। এদেশের সকল মানুষ যেন সুন্দরভাবে চলতে পারেন সেই লক্ষেই কাজ করা হচ্ছে। মনে রাখবেন, আমরা গণ-আন্দোলনের মাধ্যমে রক্তের সাগর পাড়ি দিয়ে মানুষের জন্য কথা বলতে এসেছি। আর তা বাস্তবায়ন করতে হলে আবারো যদি জেলে যেতে হয় যাবো, রক্ত দিতে হয় দিবো।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT