দিরাই’র আকিলনগরে বেসরকারী প্রা: বিদ্যালয় শুভ উদ্বোধন

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

দিরাই’র আকিলনগরে বেসরকারী প্রা: বিদ্যালয় শুভ উদ্বোধন

 

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর ও আনন্দনগর দুটি গ্রামের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল যুগের পর যুগ।
বাড়ী থেকে বিদ্যালয়ের দুরত্ব বেশি হওয়ায় শিশুরা স্কুলে যেতে চায় না, ফলে এসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে শংকায় ছিলেন অভিভাবকরা।

প্রতিষ্ঠাতাঃ ডুবাই প্রবাসী জনাব মঈনুল ইসলাম বলেন, দিরাই উপজেলার মধ্যে আকিলনগর গ্রামটি উন্নয়নের দিকে বঞ্চিত। বিশেষ করে ঐ গ্রামের শিশুরা লেখাপড়া করতে কষ্টকর হয়ে দাড়ায়, তাই আমি আমার নৈতিকতা দায়িত্ব পালন করছি। আমি এই গ্রামের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা করছি।

ভূমি দাতাঃ লন্ডন প্রবাসী হাজী সৈয়দ চান্দা আলী বলেন, লেখাপড়া ছাড়া সমাজে কোনো মূল্য নেই, তাই আমি এই উদ্যোগ নিয়েছি ঐ গ্রামের শিশুরা যেনো দূরে গিয়ে কষ্ট করে লেখাপড়া না করতে হয়। এই গ্রামেই যেনো তারা লেখাপড়া করতে হয়।

আকিলনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন একরার বলেন,দুটি গ্রামে যুগ যুগ ধরে কোনো স্কুল নেই। ফলে শিক্ষা থেকে বঞ্চিত ছিল শিশুরা।বাচ্চাদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় খুবই প্রয়োজন ছিল। দুটি গ্রামের যুগান্তকারী পদক্ষেপে আজ নতুন স্কুল হল। আমি সর্বাত্মক প্রচেষ্টা করবো স্কুলটি সরকারী করার জন্য,যাতে শিশুরা ভালো করে পড়ালেখা করতে পারে। আমি আকিলনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা ও শিক্ষক ও গ্রামবাসী সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই এক হয়ে সুন্দরভাবে স্কুলটি পরিচালনা করবেন।

কুলঞ্জ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ বলেন, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

হাতিয়া রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়া, আমাদের কুলঞ্জ ইউনিয়নের হাওরের মাঝখানে আকিলনগর গ্রাম, সেই গ্রামে অনেক শিক্ষার্থী রয়েছে, তারা হেমন্ত আসলে পায়ে হেঁটে যেতে হয়ে অনেক দূরে, আর বর্ষা আসলে ঝড়তুফানে জীবনের ঝুকিপূর্ণ নিয়ে নৌকা দিয়ে যেতে অনেক দূরে স্কুলে। যদি ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,এরপরও তারা আরামে পড়াশোনা করতে পারবেন, এই স্কুলটি সরকারীভাবে অনুমোদন করবার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি।

এসময়ে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম। আকিলনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও আকিলনগর গ্রামবাসী ও আশপাশ গ্রামের সম্মানিত ব্যক্তিগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল