দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত সসদ্য সচিব“এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)”

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত সসদ্য সচিব“এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)”

দলীয় অসংখ্য নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নবনির্বাচিত সদস্য সচিব এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)।

 

মঙ্গলবার বিকেলে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে জাতীয়পার্টির নেতাকর্মীরা জেলা শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)’কে ফুলের তোড়া দিয়েশুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সময় নেতকর্মীদের উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত সদস্য সচিব“এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)”বলেন, জাতীয়পার্টি দীর্ঘ ১০ বৎসর সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। দল ছিল বিপর্যয়ের মুখে । জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও সবেক সফল রাষ্ট্রপতি ,মরহুম আলহাজ¦ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন ও বর্তমান পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদেরের নেতৃত্বে এই জাতীয়পার্টিকে দ্রæত সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী সংগঠনে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীদেরকে নিজ নিজ উপজেলায় সাংগঠনিক কার্য্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত যুগ্ম আহব্বায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক মোঃ হারুন মিয়া, জেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটির সদস্য সফিকুল আলম উজ্জল, এমদাদুল হক দিলরব, আব্দুল ছালিক মিলন তালুকদার, নুরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মনির হোসেন, মোঃ আজিজ মিয়া, ওমর ফারুক, মোঃ আব্দুল বারি রুহেল, আবুল কাশেম এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল