সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে” উমরাহ মিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত উমরা মিয়ার কোরেশীর পরিবার বর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন”এর প্রতিষ্ঠলগ্ন হতে এই সংগঠন সংশ্লিষ্টরা জনসেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে রোজাদার ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরামগনের সম্মানার্থে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠন সংশ্লিষ্ট সকলের সার্বিক তত্বাবধানে প্রয়াত উমরা মিয়া কোরেশীর সহ পরিবারের মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় ২৪শে মার্চ রোজ সোমবার শ্রীধরপাশা গ্রামস্থ কোরেশী বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর উপদেষ্টা ছফির আলম কোরেশি, জগদীশপুর উচ্চ বিদালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) শব্বির আহমদ চৌধুরী, মাওলানা শাহ জামাল, বিশিষ্ট মুরব্বী আফরোজ আলম কোরেশী, মাওলানা হাবিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান, মাহবুবুল হাসান মোহন, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর সদস্য জাকুয়ান আলম কোরেশি, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাসুম আলম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালমান আলম, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস, লেগুনা, সিএনজি ও কার ড্রাইভার কলকলিয়া পয়েন্ট উপ-পরিষদের সভাপতি নানু মিয়া, সাধারন সম্পাদক বাবুল মিয়া, সদস্য নূর আলম, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
ইফতার পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মোঃ মোজাহিদ আহমেদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ।
উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। আমি বিত্তবান গুনীজনদের প্রতি আকুল আবেদন রাখব আসুন আমরা রমজানুল মোবারক এর মতো সার্বক্ষণিক মানুষ এর পাশে দাড়াই।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT