সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫
মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শাখার আওয়ামী শ্রমিকলীগের সহসভাপতি মোশাররফ হাসান (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সদরের পশ্চিম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা ধর্মপাশা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং ঐ গ্রামের মোঃ আব্দুল কাদিরের ছেলে।
ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন,নাশকতার প্রস্তুতির অভিযোগে এ উপজেলায় ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে গত বছরের ৭ডিসেম্বর থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোশারফ হাসানকে মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT