ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় যুবলীগ নেতা বিশ্বজিৎ গ্রেফতার

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় যুবলীগ নেতা বিশ্বজিৎ গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিশ্বজিৎ ঘোষ (৩৯) ছাতক পৌর সভার মন্ডলীভোগ এলাকার ঘোষ বাড়ির মৃত রনবীর লাল ঘোষ ওরফে বাচ্চু ঘোষের পুত্র ও উপজেলা যুবলীগের ত্রাণ ও দূ্র্যোগ বিষয়ক সম্পাদক। ছাতক থানার এসআই(নিঃ) মো.সিকান্দর আলী, এসআই সাদেক আহমদ, এসআই রেজাউল করিম, এসআই রাহিম আহমদ, এসআই আখতারুজ্জামান, পিএসআই আমিন রবিবার রাত বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার বিশ্বজিৎ ঘোষ ছাতক থানার মামলা নং ১৫ (২) ২৫ এর সন্দিগ্ধ আসামী বলে পুলিশ জানিয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল