দোয়ারাবাজারে ফি*লি*স্তিনে গ*ণহ*ত্যার প্রতিবাদে তৌহিদী জনতার বি*ক্ষোভ

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

দোয়ারাবাজারে ফি*লি*স্তিনে গ*ণহ*ত্যার প্রতিবাদে তৌহিদী জনতার বি*ক্ষোভ

মোঃ আবু বকর দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনারামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দলের গাঁও (মতির পয়েন্টে) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি’র অংশ হিসেবে ফিলিস্তিনীদের সাথে সংহতি প্রকাশ করে সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দলেরগাঁও পয়েন্টে (মুতির দোকান) এক বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যার দায়ে নরপিশাচ ইসরায়েল কে কঠোর খেসারত দিতে হবে। অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন কে স্বতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলজার হোসেন, হোসাইন আহমদ, তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হারিছ মিয়া, জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ, আল আমিন, জাকির হোসেন, মজিবুর রহমান প্রমুখ

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল