সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
রজব আলী বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে শুরু হয়েছে বৈশাখী ধান কাটার মৌসুম। বৈশাখ মাসের শুরুতেই এই অঞ্চলের কৃষকরা ধান কাটা, মাড়াই এবং সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। খরচার হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ধানের ক্ষেত এখন সোনালি রঙে ভরে উঠেছে, যা দেখতে স্থানীয়রা ও দূর-দূরান্ত থেকে আগত মানুষ ভিড় করছেন। হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ধান কাটার এই দৃশ্য যেন এক জীবন্ত উৎসবের রূপ নিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুবই ভালো হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিবারের সদস্য ও শ্রমিকদের নিয়ে ধান কাটার কাজে নেমেছেন। কেউ কেউ ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাতে ধান কাটছেন, আবার অনেকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত কাজ সম্পন্ন করছেন। ধান কাটার পর তা মাড়াই করে বস্তায় ভরে বাজারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে জোরদারভাবে। তবে, কিছু কৃষক হঠাৎ বৃষ্টি বা ঝড়ের আশঙ্কায় দ্রুত ধান ঘরে তোলার চেষ্টা করছেন।
খরচার হাওরের কৃষক আব্দুল মান্নান বলেন, “এ বছর ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়া আমাদের পক্ষে ছিল, তবে বৃষ্টির ভয় আছে। তাই দ্রুত ধান কেটে ঘরে তুলতে হচ্ছে।” আরেক কৃষক রহিমা বেগম জানান, “পরিবারের সবাই মিলে কাজ করছি। ধান কাটার এই সময়টা আমাদের জন্য খুবই আনন্দের।”
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, খরচার হাওরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর প্রায় ১০,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তিনি বলেন, “কৃষকরা তাদের পরিশ্রমের ফসল ঘরে তুলতে পেরে খুশি। আমরা তাদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, হাওরের কৃষকদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছে।
ধান কাটার এই মৌসুমে খরচার হাওরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কৃষকদের পরিশ্রমের পাশাপাশি হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকে এখানে ভিড় করছেন। ধান বিক্রির মাধ্যমে কৃষকরা তাদের বছরের প্রধান আয় নিশ্চিত করছেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। খরচার হাওরের এই বৈশাখি ধান কাটার দৃশ্য সত্যিই একটি অপূর্ব সমন্বয়।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT