ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রে*ফতার ১

প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রে*ফতার ১

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক আসামীকে গ্রেফতার করেছে। রাজনৈতিক মামলায় গ্রেফতার আসামী মোঃ মকছুদ আলী ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পুর্ব পাড়া গ্রামের মোঃ সমসেদ আলীর পুত্র। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। থানা পুলিশ জানিয়েছে, ছাতক থানায় দায়েরী মামলার (নং-১৫, তারিখ ১০.০২.২৫ ইং) সন্দিগ্ধ আসামী মোঃ মকছুদ আলী (৩৮)। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই রহিম, এসআই আখতারুজ্জামান, এসআই গোলাম সারোয়ার ও এ এস আই মাসুদ বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার ১২ এপ্রিল বিকেলে লাকেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল