আবারও দিনে দুপুরে সাভারে চলন্ত বাসে ডা*কা*তি

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

আবারও দিনে দুপুরে সাভারে চলন্ত বাসে ডা*কা*তি

বাবুল হোসেন,আশুলিয়া স্টাফ রিপোটার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা থামছেই না। বাসে ডাকাতি ও ছিনতাই রোধে মহাসড়কের সাভার অংশে পুলিশের একাধিক তল্লাশি চৌকি বসানো হয়েছে। কিন্তু পুলিশের এই তৎপরতার মধ্যে আজ শুক্রবার দুপুর বেলা চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ দুপুর ১২টার দিকে ব্যাংক টাউন এলাকায় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাভার পরিবহনের বাসে (ঢাকা-মেট্রো-ব-১৩-০৭০৬) এ ঘটনা ঘটে। যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের স্বর্ণালংকার লুটে নেয়।

সাভারের স্থানীয় সাংবাদিক তায়েফুর রহমান বলেন, ‘ঢাকায় এক আত্মীয়র বাসায় যাওয়ার জন্য আমার স্ত্রীকে নিয়ে আজ দুপুর ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সাভার পরিবহনের একটি বাসে উঠি। বাসটি কয়েক শ গজ যাওয়ার পর ব্যাংক টাউন সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে যাত্রীবেশী চার ছিনতাইকারী হঠাৎ ছুরি হাতে দাঁড়িয়ে যায়। তারা চালককে বাস থামাতে বলে। তাদের কথামতো চালক সেতুর ওপরে বাস থামিয়ে দেন। এরপর ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে কয়েকজন নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে সেতুর ওপর নেমে যায়।’

তাইফুর রহমান আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে। যার ওজন প্রায় দেড় ভরি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতায় মনে হয়েছে, ছিনতাইকারীদের সঙ্গে বাসের চালক ও সহকারীর ঘনিষ্ঠতা রয়েছে এবং তারা পূর্বপরিচিত।’

বিল্লাল হোসেন নামের অপর এক যাত্রী বলেন, ঘটনার পর চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে ঢাকার গাবতলীতে থামিয়ে দেন। এরপর যাত্রীদের কয়েকজন বাসের চালক ও সহকারীকে আটক করে সেখানকার একটি বাসের কাউন্টারে নিয়ে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল