ছাতকের গোদাবাড়ি মসজিদের ঈমামকে উৎসাহ উদ্দীপনায় বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

ছাতকের গোদাবাড়ি মসজিদের ঈমামকে উৎসাহ উদ্দীপনায় বিদায় সংবর্ধনা

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা কে এম আল আমীনের বিদায় উপলক্ষে গ্রামবাসীর উদ‍্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন তিনি গোদাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঈমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। সোমবার ৭ এপ্রিল গোদাবাড়ি জামে মসজিদ মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাবাড়ি গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা ও মসজিদের মোতাওয়াল্লী আব্দুল হামিদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈমামরা হলেন সমাজের নেতা এবং সম্মানিত ব‍্যক্তি। একজন ঈমামকে আনুষ্ঠানিক বিদায় দিতে পেরে আমরা গ্রামবাসী গর্বিত ও আনন্দিত। মাওলানা আল আমীন একজন বিচক্ষণ মুফাসসির আর দাঈ ইলাল্লাহ। তার বিদায় আমাদের জন্য খারাপ সংবাদ হলেও নিজ প্রয়োজনের তাগিদে আমরা তাকে বিদায় দিতে বাধ্য হয়েছি। কর্মজীবনে এই এলাকার দ্বীন প্রচারে ঈমামের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিলো। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহির মোহাম্মদ রাগীব রাবেয়া উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক আব্দুল হাই, স্থানীয় আবুল হুসেন ফারুক, জসিম উদ্দিন, মনজুরুল হক, আল- মারজান, হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ সাইফুল ইসলাম, হাফিজ রেজাউল আহমদ, মোঃ এমরান আহমদ, এ টি এম আফজাল, মোঃ হেলাল আহমদ। সংবর্ধনা শেষে বিদায়ী ঈমাম মাওলানা আল আমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন গ্রামের যুবকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল