সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ এর উদ্যোগে সংহতি ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলের নির্মম বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১০ই এপ্রিল রোজ শুক্রবার বেলা ২ ঘটিকার সময় এক বিশাল বিক্ষোভ মিছিল স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর -পাগলা সড়কে শাহজালাল মহাবিদ্যালয় এর সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ এর সভাপতি বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল লতিফ লতিফীর সভাপতিত্বে ও অত্র পরিষদের সাধারন সম্পাদক মোল্লারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইদুর রহমান নোমানীর পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম সাদিকুর রহমান নান্নু, মাওলানা নূর আহমদ, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন পরিষদ এর সহ-সভাপতি মাওলানা শামীম আহমদ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, হাফিজ মোঃ নুরুজ্জামান, হাফিজ মোস্তাক আহমেদ,মাওলানা রোমান হোসেন, মাওলানা আব্দুল জলিল জালালী, মাওলানা খোরশেদ আলম, মাওলানা রফিকুল ইসলাম বিপ্লবী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সোহাইল আহমদ ও কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন পরিষদ এর প্রচার সম্পাদক হাফিজ মোঃ মাহবুব হোসেন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদ এর কোষাধ্যক্ষ মাওলানা সুহেল আহমদ।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবিরাম ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের নির্মমভাবে গণহত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বর্বরোচিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং এই নির্মমতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলী পণ্য বর্জন করার মধ্য দিয়ে গাজাবাসীরা পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT