সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
স্টাফ রিপোর্টঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ফাহিম (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকা থেকে সিলেট কোতোয়ালি থানা ও দিরাই থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফাহিম উপজেলার তাড়ল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসাহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, প্রযুক্তির সহযোগিতায় অবস্থান নির্নয় করে ফাহিমকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাদী আবুল হাসনাত চৌধুরী বলেন, গ্রেফতার ফাহিম অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আমাদের লোককে গুরুতর আহত করেছে। সে মামলায় গুলির চার্জের আসামী। দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ফাহিমের গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT