পাবনা থেকে নিখোঁজ হওয়া জগন্নাথপুর এর “শাফিয়ান” বাড়ী ফিরেছে

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

পাবনা থেকে নিখোঁজ হওয়া জগন্নাথপুর এর “শাফিয়ান” বাড়ী ফিরেছে

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

পাবনার মানসিক হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া জগন্নাথপুর এর মানসিক ভারসাম্যহীন কিশোর শাফিয়ান (১৮) বাড়ী ফিরেছে।
পরিবার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী (মোকামপাড়া) গ্রাম নিবাসী হত-দরিদ্র দিনমজুর মোঃ আবু মিয়া ও স্ত্রী শাপলা বেগম এর ছেলে মানসিক ভারসাম্যহীন কিশোর মোঃ শাফিয়ান মিয়া (১৮) বিগত ৮ই এপ্রিল সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে পাবনা জেলা শহরস্থ মানসিক হাসপাতাল এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার তিনদিন পর অর্থাৎ চারদিনের দিন ১১ই এপ্রিল দুপুরে সে বাড়ী ফিরে এসেছে। তার ফিরে আসাতে পরিবারের লোকজন এর মধ্যে প্রশান্তি বিরাজ করছে।
এব্যাপারে শাফিয়ান এর পিতা আবু মিয়া একান্ত আলাপকালে বলেন, বিগত ৮ই এপ্রিল সকাল সাড়ে ৯ঘটিকার সময় আমার ছেলে মানসিক ভারসাম্যহীন শাফিয়ান মিয়া(১৮)কে নিয়ে পাবনা জেলা শহরস্থ মানসিক হাসপাতালে যাই। এবং সকাল ১০ ঘটিকার দিকে শাফিয়ান মিয়া(১৮)কে ডাক্তার দেখানোর পর সে আমাদের অগোচরে নিখোঁজ হয়ে পড়লে হাসপাতাল এলাকা সহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে হতাশাভরা বুক নিয়ে বাড়ী ফিরি। সে যখন নিখোঁজ হয় তখন তাহার নিকট টাকা-পয়সা ছিলনা। সে নিখোঁজ হওয়ার পর থেকে কিভাবে যে দিন-রাত অতিবাহিত করেছিলাম একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে গতকাল ১১ এপ্রিল সে নিজেই বাড়ী ফিরে এসেছে। তার বাড়ীতে আসার ব্যাপারে যে বা যাহার সাহায্য সহযোগিতা করেছেন সকলের নিকট আমি চিরঋণী। আল্লাহ সাহায্যকারীদের সবসময় ভাল রাখুক এই দোয়া করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল