“স্মরণ গাঁথা”র মোড়ক উন্মোচন” গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

“স্মরণ গাঁথা”র মোড়ক উন্মোচন” গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম হুমায়ুন কবির ও প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণগাথা”র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী, প্রবীন মুরব্বি এডভোকেট আবুল কালামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির আহবায়ক এনামুল হক রুবেল। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আজহার আলী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল চক্রবর্তী, সুধাংশু শেখর দত্ত, সাবেক সহকারী শিক্ষক আবদুল মালিক মানিক, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী, বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহি উদ্দিন, ধারণ নতূনবাজার উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, মরহুম শিক্ষক হুমায়ুন কবিরের সহধর্মিণী, শিক্ষিকা নাসিমা আক্তার, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ফারুক আহমদ ও নজরুল ইসলাম, রাজনীতিবিদ ফরিদ উদ্দিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ, প্রাক্তন শিক্ষার্থী আবদুল হাই আজাদ, শাহজাহান আবদুল্লাহ চৌধুরী, আমিনুল ইসলাম বকুল, দিলোয়ার হোসেন শাহীন, জামাল উদ্দিন, খলিলুর রহমান, পঙ্কজ দত্ত, নজির আহমদ, আশরাফুল রহমান, জাহাঙ্গীর আলম, এডভোকেট তাওহিদ আহমদ, বিপ্লব কান্ত দাশ, মাস্টার আবদুল ওয়াহিদ, আবদুস সামাদ, আলমগীর হোসেন, সালেহা বেগম, রাকিবুল হাসান, জুয়েল আহমদ, এহসানুল হক রাজন, রেদওয়ান আহমদ, তাবাসসুম জান্নাত আরিফা, মতিউর রহমান, আহাম্মাদ রহমান নাবিল। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে, আবু হানিফা সায়মন, আলকাছ আলী, আতাউর রহমান এমরান, মোজাম্মেল আলী, মাস্টার আবদুল বাছিত, ফজর আলী, রেদোয়ান আহমদ সুমন, জাকির হোসেন মুন্না, ছায়েদ মিয়া, নিজাম উদ্দিন, দিলোয়ার হোসেন নজমুল, হুসাইন আহমদ লনি, কুতুব উদ্দিন, ছায়েদ মিয়া, ছালেহা বেগম, ইলাল আহমদ, আবু সাঈদ লিলু, আলী আহমদ, হেলাল আহমদ, হিরণ মিয়া, ইকবাল হোসেন, সুরজিৎ দত্ত শুভ্র, স্বপন কুমার দাশ, ইমাম হাসান, মাছুম মিয়া, আবদুল্লাহ আল মামুন, ছমির আলী, মিজানুর রহমান, কামরুল হাসান, এহছানুল করিম রাজন, আবদুস সালাম, আবু হানিফা, খালেদ হাসান সুমন, আবদুল কাইয়ুম, এজি তানভীর হাসান, ফয়ছল আহমদ, অর্ণব সাহা, শাহিন আলম, সুজেল আহমদ, রবিউল হাসান, শাহজাহান সিরাজ, হেলাল আহমদ, আবদুর রহমান, রফিকুল ইসলাম, জুনেদ আহমদ, আবদুল আজিজ ফয়ছল প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে “স্মরণগাঁথা”নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পাশাপাশি প্রয়াত শিক্ষক হুমায়ুন কবির সহ প্রয়াত সকল শিক্ষক পরিবারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটি। শেষে মোনাজাত পরিচালনা করেন, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আবদুস ছোবহান।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল