ছাতকে রাজনৈতিক মামলার এক আসামী সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৩

প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

ছাতকে রাজনৈতিক মামলার এক আসামী সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৩

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে রাজনৈতিক মামলায় গ্রেফতার একজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত একজন ও জিআর মামলায় গ্রেফতার একজন সহ মোট তিন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই সাদেক আহমদ, এসআই রাহিম আহমদ, এসআই গোলাম সারোয়ার, এএসআই তোলা মিয়া, এএসআই মোহাম্মদ তোহা, এএসআই নাছির উদ্দীন,এএসআই সাইফুর রহমান ও আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে সাজা সিআর-২৩৯-২৩ (ছাতক)এর আসামী শহরের তাতিকোনা গ্রামের মৃত মকসুদ আলীর পুত্র তৌসিফ আহমদ রুয়েল, জি আর-১৫৯-১১(ছাতক) মামলার আসামী পীরপুর নোয়াগাও গ্রামের মৃত মনোহর আলীর পুত্র ইজাজুল হক বাট্রি এবং ছাতক থানার মামলা নং ১৫ (২) ২৫ এর সন্দিগ্ধ আসামী লাকেশ্বর পুর্বপাড়া গ্রামের মোঃ শমসেদ আলীর পুত্র মখদ্দুছ আলীকে গ্রেফতার করছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, ধৃত ৩ জন আসামীকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল