বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চবিদ্যালয় ও কলেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চবিদ্যালয় ও কলেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

 

 

সোমবার (২৭ শে জানুয়ারী) সমাপনী দিনে সকাল থেকে সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান ও প্রভাষক (বাংলা) মোঃ জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বর্তমান প্যানেল চেয়ারম্যান বুলবুল মিয়া, জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুবক্কর ছিদ্দিক, গভার্নিং বডির সাবেক সভাপতি মোঃ তৈয়ব আলী মাস্টার, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, ইউপি সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য জামিল খাঁন, ইউপি সদস্য মনিরুল ইসলাম নান্টু, বাজার ইজারাদার রফিক খাঁন, বীরমুক্তিযোদ্ধা দ্বানেশ উদ্দিন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ শিক্ষক শিক্ষার্থী।

আলোচনাসভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট বিভাগীয় সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম, সুনামগঞ্জ জেলা সদস্য মেহদী হাসান সাকিব শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল