সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
মোঃ বাবুল হোসেন:
রাজবাড়ী পাংশার সজল খান কর্মের তাগিদে ১০ বছর আগে পাড়ি জমান সুদূর সিঙ্গাপুরে সেখানে গিয়ে পাঁচ বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করেন। এরপরে হঠাৎ পরিচিত হন ফিলিপাইনের যুবতী সাইরা খান এর সাথে প্রথম দেখাতেই পছন্দ করেন সাইরা খানকে সজল। তারপর সজলের ভালো লাগে থেকে শুরু হয় ভালোবাসা তাই সজল নিজেই দেন ভালোবাসার প্রস্তাব অবশ্য সেই প্রস্তাবে রাজি হননি সাইরা খাঁন পরে সজলের নিষ্ঠা এবং সততা ও পরিশ্রমে মুগ্ধ হন সাইরা খান নিজে থেকেই সজলকে ভালোবাসার প্রস্তাব রাজি হয়ে যান।
যেহেতু দুইজন দুই দেশের তখন তারা প্রতিজ্ঞা করেন তারা একসাথে পাঁচ বছর থাকবেন এরপর যদি মনে হয় যে তাদের সম্পর্ক আরো দূরে এগিয়ে নেওয়া সম্ভব। তখন তারা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন ঠিক সেভাবেই তারা পাঁচটি বছর পার করেন সিঙ্গাপুর একসাথে কাজ করে। সায়রা খান আর সজল তখন জীবনের অন্তিম পর্বের পদক্ষেপ নেন যে তারা বিয়ে করবেন।
সজলকে দেখে তার বাংলাদেশের উপর ভালোলাগা ভালোবাসা শুরু হয়ে যায় এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে। ঠিক করা হয় বিয়ের দিন ক্ষণ সাভারের আশুলিয়ার শেরআলী মার্কেট সজল এর ভাই বসবাস করেন, ভাইয়ের কাছে থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই কথা মতো আজ সজল খান ও সাইরার সফল ভালোবাসার বিয়ে আনুষ্ঠানিকভাবে আশুলিয়ার পল্লীবিদুৎ কাচ্চি ডাইনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সজল খানের পরিবারের সদস্যবৃন্দ সহ আত্মীয়-স্বজন ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষী গণ সবার উপস্থিতিতেই সম্পূর্ণ হয় তাদের বিয়ে। এ সময় সাইরা খান জানান বাংলাদেশ দেখতে ফিলিপাইনের মতোই বাংলাদেশের মানুষ খুবই ভালো এবং নম্র ভদ্র মিশুক। আমি কিছু কিছু বাংলা বলতে পারি এর মধ্যে থেকে সব থেকে বেশি বলতে পারি সজল আমি তোমাকে ভালোবাসি আরো অল্প অল্প বাংলা বলতে পারি সর্বোপরি সজল একজন ভালো মনের মানুষ এবং একজন ভালো জীবনসঙ্গী ভালো একজন কেয়ারফুল্লি প্রেমিক। আজকে আমরা বিয়েতে আবদ্ধ হলাম বাংলাদেশের সকলের কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT