ধর্মপাশায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লা*শ উ*দ্ধার

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

ধর্মপাশায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লা*শ উ*দ্ধার

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধের স্লোপ থেকে সোমবার দুপুরে মানসিক ভারসাম্যহীন অনুমান ৫০বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধ এলাকায় গত তিন থেকে চারদিন ধরে মানসিক ভাম্যসাম্যহীন ওই ব্যক্তিটিকে এলোপাতাড়ি ভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। সোমবার সকাল ১১টার দিকে মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধের স্লোপে জিন্সের প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পড়া মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে ঘটনাটি ধর্মপাশা থানা পুলিশ কে জানান। খবর পেয়ে ওইদিন বেলা একটার দিকে মানসিক ভারসামঢহীন অজ্ঞাতনামক ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়া হয়ে এই লাশটি উদ্ধার করেছি। লাশের শরীরের আঘাতের কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল