সিলেট ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
মেহেদী হাসান তানিম, এমসি কলেজ প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছয়জন স্বনামধন্য বিভাগীয় প্রধান সম্প্রতি বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন লাভ করেছেন। এই ঘটনা এমসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের কর্মজীবনে নিজ নিজ বিভাগে অসামান্য অবদান রাখা এই গুণী শিক্ষাবিদগণ তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে নতুন বিদ্যাপীঠগুলোতেও আলোকবর্তিকা জ্বালাবেন, এমনটাই প্রত্যাশা।
এই সাফল্যের তালিকায় রয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, যিনি বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষক পরিষদের সম্পাদক এবং রসায়ন বিভাগের প্রধান হিসেবে এমসি কলেজে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে পদায়িত হয়েছেন। জ্ঞান-গবেষণায় নিবেদিত এই শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছেন।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হামিদ বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের গুরুদায়িত্ব পেয়েছেন। সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার জন্য তিনি সুপরিচিত।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম আহমদ খান এখন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের আসনে অধিষ্ঠিত। প্রকৃতি ও বিজ্ঞান বিষয়ক তাঁর জ্ঞান শিক্ষার্থীদের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. হুমায়ূন কবির চৌধুরী ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তাঁর গভীর জ্ঞান শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াবে।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. হাবিবুল্লাহ বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ পদে পদায়ন লাভ করেছেন। জীবন ও জগৎ নিয়ে তাঁর গভীর দার্শনিক চিন্তা শিক্ষার্থীদের মনোজগৎকে সমৃদ্ধ করবে।
এমসি কলেজের এই ছয় কৃতি শিক্ষকের নতুন এই পদায়ন শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং এটি এমসি কলেজের গুণগত শিক্ষা ও শিক্ষকবৃন্দের মেধারও উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের হাত ধরে নতুন কলেজগুলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই বিশ্বাস এমসি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের। এই সাফল্যের মাধ্যমে এমসি কলেজের সুনাম আরও একবার দেশজুড়ে ছড়িয়ে পড়ল।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT