সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় ৪০ গরু জব্দ, আটক ৪ চোরাকারবারি

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় ৪০ গরু জব্দ, আটক ৪ চোরাকারবারি

ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০ টি গরু ট্রাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে। অভিযানে চোরাকারবারে জড়িত থাকায় ৪ গরু চোরাকারবারিকে আটক করা হয়।সোমবার জব্দকৃত গরুর চালান হস্তান্তর পুর্বক আটক চোরাকারবারিদের সুনামগঞ্জের মধ্যনগর থানায় সোপর্দ করা হয়েছে।

 

এরপুর্বে রবিবার মধ্যরাত পরবর্তী সময়ে উপজেলার কায়েতকান্দা ট্রলারঘাটে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান সুমেশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই করে পাচারকালে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জল রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিত্বে থানা পুলিশ আনসারদের সহযোগিতায় ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হল,উপজেলার আমানীপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মহর আলী, তেলীগাঁও গ্রামের আসন্তর আলীল ছেলে আয়নাল হক, একই গ্রামের আব্দুল্লাহর ছেলে দুদ মিয়া, জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম।

 

সোমবার মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, ট্রস্কফোর্সের অভিযানে ভারত থেকে আনা চোরাচালানের ২০ লাখ টাকা মুল্যের ৪০ গরু জব্দ করার পর আটক চার চোরকারবারির নামোল্ল্র্যেখ করে অজ্ঞাতনামা আরো ৭ চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সোমবার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল