ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশগ্রহন করছেন সাংবাদিক ঈসা তালুকদার

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশগ্রহন করছেন সাংবাদিক ঈসা তালুকদার

বাংলাদেশ আর্মির পরিচালনায় ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতা আজ ৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, শিক্ষক ও সাংবাদিক ঈসা তালুকদার। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের কৃতিসন্তান। বর্তমানে সিলেট নগরীতে ফাজিলচিশত আ/এ বসবাস করেন। সিলেটের বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিজয়ী হোন।

০৮ ফেব্রুয়ারি-২০২৫ শনিবার ভোর ৪:৩০ টার সময় ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে নৌবাহিনী ঘাঁটি এর সামনে (কুড়িল ফ্লাইওভার থেকে ১.৫ কিঃ মিঃ) পূর্ব দিকে) থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে।
পরে বেলা ১১ টায় নৌবাহিনী ঘাঁটির অভ্যান্তরে পুরস্কার বিতরণ মধ্যে দিয়ে সমাপ্তি হবে।
সিলেট থেকে ঈসা তালুকদার ছাড়াও শহীদ ডাঃ মঈন উদ্দিন জগিং ক্লাবের ৭ জন রানার অংশ নিচ্ছেন। তারা হলেন, ইসলামি ব্যাংকের কর্মকর্তা সাইফুর রহমান,অধাপক মাশুক আহমেদ,ব্যবসায়ী আবুল কালাম, কনিকা কালার ল্যাব এর স্বত্বাধিকারী আলমগীর হোসেন, আব্দুল হক, আব্দুর রহিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল