সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সোমবার থেকে গত ২৪ঘন্টায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হলো ১। মো. ইমরান হোসেন (২৬), ২। মো. বিল্লাল হোসেন ওরফে বেলাল (২৩), ৩। মো. মনির (৩৪), ৪। মো. রানা (১৯), ৫। মো. রাসেল (২৩), ৬। মো. সজল ওরফে সুজন (২০), ৭। মো. মুন্না (২৪), ৮। মো. জুয়েল (২৩), ৯। মো. বিল্লাল (২০), ১০। মো. রনি (২৮), ১১। মো. মাহাবুব (৪৫), ১২। মো. আব্দুল আজিজ ওরফে আইজ্জা ওরফে ইজ্জা (৩৪), ১৩। মো. লিটন ওরফে কালে (১৯), ১৪। মো. বাদশা (২৯), ১৫। মো. জনি হাসান (২৮), ১৬। মো. ফয়সাল ওরফে এলেক্স ফয়সাল (২৭), ১৭। মো. রাব্বি (২৪), ১৮। মো. আরফি হোসেন বজিয় (২০), ১৯। মো. আকাশ (২৫), ২০। মো. সাদ্দাম (৩০), ২১। মো. আমীন (২৫), ২২। সনু ওরফে নাঈম হোসেন(২৯), ২৩। মো. আবু সাঈদ খান (৫৮), ২৪। আহম্মদ আলী (৩৭), ২৫। সুমন আহমেদ শুভ (১৯), ২৬। মো. আসাদ (৫০), ২৭। মো. ইকরামুল হক ইকরাম (২৪), ২৮। মো. ইব্রাহিম ওরফে ইবু (৩০), ২৯। মোসা. আনিশা (১৯), ৩০। মোসা. রিমি আক্তার (২৮), ৩১। মোসা. নাসিমা (৩০), ৩২। মোসা. মমিনা খাতুন, ৩৩। মোসা. নিপা (৩০), ৩৪। মো. শরীফ হোসেন (৩৫), ৩৫। মো. রকি (৩৮), ৩৬। মো. শাকিল শেখ (২৪), ৩৭। মো. জোবায়ের ইসলাম (২১), ৩৮। মো. তাজুল ইসলাম (৩৮), ৩৯। মো. হোসেন (১৮), ৪০। মো. আশরাফ উদ্দিন (৪৫), ৪১। মো. সোনা মিয়া (৩৪), ৪২। মো. রাসেল (২৪), ৪৩। মো. সুজন (৩০), ৪৪। মো. মোশারফ (২২), ৪৫। পারভেজ (৫৫), ৪৬। মো. রনি (২৫), ৪৭। মো. তুষার আহমেদ (৩০) ও ৪৮। মো. আ. সালাম (২৮)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
থানা সূত্র আরো জানায়, গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT