আলোচনার মাধ্যমে স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য সম্ভব: আলী রীয়াজ

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

আলোচনার মাধ্যমে স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য সম্ভব: আলী রীয়াজ

সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, আপনারা (রাজনৈতিক দল) মতামতগুলোর অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্নমত আছে, বক্তব্য আছে, সেগুলো আমরা শুনবো। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত তৈরি করতে পারবো।

শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে খেলাফত মজলিশ বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রীয়াজ।

তিনি বলেন, তারই অংশ হিসেবে আপনারা (খেলাফতে মজলিশ) আসছেন। অত্যান্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি। দীর্ঘ সময় দেয়া যায়নি আপনাদের। কিন্তু আপনারা আন্তরিকভাবে যে মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিক্তিতে আমরা আলোচনাটা শুরু করবো।

তিনি বলেন, আলোচনা শুধু আপনাদের সাথে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলবে। তার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে একজায়গায় আসতে পারবো।

বৈঠকের শুরুতে সবাইকে ঐক্যমত কমিশন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে ধন্যবাদ জানান আলী রীয়াজ। সুত্র-আমারদেশ

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল