গচিয়ায় শত বছরের উরুছ না হয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

গচিয়ায় শত বছরের উরুছ না হয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়

পহেলা ফাগুন ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত রোজ শুক্রবার ঐতিহ্যবাহী সুনামগঞ্জের দিরাই, উপজেলা গচিয়া হযরত বাবাশাহ (রহঃ)ও এলাকার মুর্দেগানের মাগফিরাত কামনায় ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাজার কর্তৃপক্ষ গ্রামবাসী ও আলেম-উলামাগণ।

গচিয়া গ্রামের কৃতি সন্তান শেখ আমির হোসাইন সাদীর সঞ্চালয়ে, মাওঃ হাফেজ তানভীর আহমেদ এর কুরআন তেলওয়াতে, হাফিজ মাওঃ ফয়সাল আহমেদ সাহেবের সভাপতিত্বে, জুম্মার নামাজ পরই উক্ত ওয়াজ মাহফিল উদ্বোধন হয়!

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জের রত্ন খতিবে জামান হযরত মাওঃ নুরুল ইসলাম খান সাহেব মুহতামিম দারুল উলুম দরগাহপুর মাদ্রাসা, শান্তিগঞ্জ। জুম্মার পর থেকে ধারাবাহিকতায় দেশ-বরণ্য উলামায়ে কেরাম সারা রাত ওয়াজ নছীহত ফরমান

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল