রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে ‘তারুণ্যের পিঠা উৎসব’ সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে ‘তারুণ্যের পিঠা উৎসব’ সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান নাইম প্রমুখ।এছড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য পিঠা উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের স্টলে স্টলে সাজিয়ে রাখতে দেখা যায় বেশ কয়েক  রকমের পিঠা। এসব পিঠার স্বাদ যেমন ভিন্ন, তেমনি নামও বৈচিত্র্যময়। এর মধ্যে পাটিসাপটা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, খেজুর ফিন্নি ইত্যাদি।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল