সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা শিক্ষক ও একাধিক গ্রন্থ প্রণেতা কবি অজয় রায় রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অমর একুশে বইমেলায় ‘ফুল ফাগুনের মেলা’ ও ‘ডাহুক পাখি ডাকে’ দুটি বই ২৫ ফেব্রুয়ারী বুধবার বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে বইদুটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি লেখক গবেষক সাহিত্যিক ও সম্পাদক বহুগ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী।এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক কবি লেখক গবেষক সাহিত্যিক অধ্যাপক সম্পাদক গ্রন্থ উন্মোচন মঞ্চে উপস্থিত ছিলেন।
কিশোর-কিশোরীদের নিয়ে রচিত সম্পূর্ণ রঙ্গিন ও চমৎকার বিষয়াবলী গ্রামবাংলার প্রকৃতি,হাওর,নদী,ফুল,পাখি,মাছ,দেশপৈম,সমাজচিত্র,ভাষা,স্বাধীনতা,ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতির বিষয় সন্নিবেশিত বইদুটির গুণগত মান,অলংকরণ,ছন্দ ও অন্ত্যমিলের ব্যবহার জুড়ে দেয়ায় ফুটে উঠেছে কবিতার অন্তর্নিহিত বিষয়বস্তু।বইদুটি পাঠে কিশোর-কিশোরীসহ সব বয়সি পাঠকের ভালো লাগবে বলে আশা করেন একাধিক লেখক।বইদুটি সিলেটের গাঙুড় প্রকাশন থেকে প্রকাশিত এবং প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বাংলাদেশের বরেণ্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।
‘ফুল ফাগুনের মেলা’ ও ‘ডাহুক পাখি ডাকে’ গ্রন্থপ্রণেতা অজয় রায় পেশায় শিক্ষক।তিনি নিজের দক্ষতার ছাপ রাখায় ২০২৩ সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অর্জন করেন প্রাথমিক শিক্ষা পদক।এছাড়াও নানা সাহিত্য পদকেও ভূষিত হয়েছেন।তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে হাওরকন্যা,পাহাড়ি ঢল,ফিরে এলো না, ভাষার মাসে ফাগুন আসে,আমিও অন্যগ্রহের কেউ নই,বইগুলো পাঠকের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছে।
এবছর অমর একুশে গ্রন্থমেলায় ‘ফুল ফাগুনের মেলা’ ও ‘ডাহুক পাখি ডাকে’ প্রকাশের পর বইদুটি লেখক অজয় রায় এর কাছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বইদুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বইদুটোর বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরেন। বইমেলায় দেশ টিভির লাইভ প্রোগ্রাম ফাগুনের মলাট,চ্যানেল আই এর বইমেলায় সরাসরি,ডিবিসি টিভির বইমেলা থেকে এবং বিডিসি বঙ্গ নিউজ বইমেলা লাইভ প্রোগ্রামে প্রকাশিত বইদুটির বিষয়বস্তু সম্পর্কে কথা বলেন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT