রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে তাহিরপুর জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে তাহিরপুর জামায়াতের বিক্ষোভ মিছিল

তাহিরপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমআ মিছিলটি উপজেলার বাজার মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে পুর্ব বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন জামায়াতের আমীর মু শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর অধ্যাপক রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মু সালেহ আহমেদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুরের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, সহ সভাপতি আবিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল