সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলায় আহত হয়েছেন বিজিবির চার সদস্য।
গুরুতর আহত বিজিবির ২ সদস্যকে শনিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখরা সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যদের উপর ওেই হামলার ঘটনাটি ঘটেছে।
আহতদের তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- হাবিলদার হাবিবুর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ (৩৫), মো. জমশেদ হোসেন (২৯)।
স্থানীয় সূত্র জানায়, টিপরাখরা সীমান্ত দিয়ে গরু-মহিষ ও মাদক প্রবেশের খবরে বিজিবির টহল টিম অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা অতর্কিতভাবে বিজিবি’র উপর হামলা চালায়। চোরাকারবারিদের হামিলায় হাবিলদার হাবিবুর রহমানসহ চারজন আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যদের তাৎক্ষনিক উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সূত্র আরও জানায়, শনিবার রাতে জৈন্তাপুরের ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্তে দিয়ে অবৈধ ভাবে প্রতিরাতে ন্যায় চোরাকারবারিদের সোর্সদের মাধ্যমে চোরাকারবারীরা ভারতীয় গরু-মহিষ, কসমেটিকস, কাপড়, মসলা সহ নানা চোরাচালানী পণ্য সামগ্রী দেশের অভ্যন্তরে নিয়ে আসে। সীমান্ত দিয়ে ভারত থেকে গরুর চালান নিয়ে আসার পথে চোরাকারবারীরা বিজিবির অবস্থান টের পেয়ে বিজিবির উপর হামলায় চালায়। এসময় বিজিবি সদস্যদের উপর ইট-পাথর নিক্ষেপ, লাঠি দিয়ে আঘাত করে ১টি গরু রেখে ফেলে রেখে শতাধিকের উপর গরু নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক রাত ১টায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিজিবি সদস্যদের উপর হামলা , সরকারি কাজে বাঁধাপ্রদানকারি জড়িত চোরাচালানিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT