আ. লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি লেবার পার্টির

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

আ. লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি লেবার পার্টির

আওয়ামী লীগের সঙ্গে দোসর জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে লেবার পার্টি দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, আমরা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। শুধু দলটি নয়, তাদের দোসর জাতীয় পার্টি সমানভাবে দোষী। ২০১৪, ১৪ ও ২৪ সালের নির্বাচন সম্ভব হয়েছে জাতীয় পার্টিসহ আরও কিছু দোসর সঙ্গে থাকার কারণে। যে দোষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি, একই দাবিতে জাতীয় পার্টিসহ অন্য দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শনিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন ইরান।

শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানোর জন্য বিভিন্নভাবে উদ্যোগ নেওয়ার দৃষ্টান্ত দেখা যাচ্ছে দাবি করে ইরান বলেন, এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিস্থিতি। নাৎসি পার্টির যেমন রাজনীতি করার অধিকার নেই, তেমনি আওয়ামী লীগেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।

ইরান বলেন, ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭ টি প্রস্তাবে লেবার পার্টি একমত প্রকাশ করেছে। একমত নয় ৭ টির সঙ্গে, ১২ টি প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত হয়েছি।

তিনি বলেন, সংবিধান সংস্কারের ৭০টি প্রস্তাবের ৪০টি নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে করার কথা বলেছি। আর নির্বাচনের পরে ৩০টি সাংবিধানিক সংসদের মাধ্যমে করার জন্য বলেছি। জনপ্রশাসনের ২৬টির মধ্যে ২২টি অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের পরে দুটি। নির্বাচন কমিশনের ২৭টি প্রস্তাবের ২১টি অধ্যাদেশের মাধ্যমে, ৩টি নির্বাচিত সরকার করবে। বিচার বিভাগের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৫টি প্রস্তাব অধ্যাদেশ, ৮টি নির্বাচনের পরে। দুর্নীতি দমনের ক্ষেত্রে ২০টির মধ্যে ১৮টি নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের পরে দুটো পাশ করার কথা বলেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল