সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন করেছে। সকালে চ্যান্সেরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ জাতীয় সঙ্গীতের সাথে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেন, যা পাকিস্তান প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন ২৩ মার্চ ১৯৪০-এর স্মৃতিচারণ।
ওইদিনই পাকিস্তান আন্দোলনের অগ্রণী নেতারা, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, পাকিস্তান রেজোলিউশন পাস করেছিলেন, যা দক্ষিণ এশিয়ার মুসলিমদের জন্য একটি স্বাধীন মাতৃভূমির প্রতিষ্ঠা সুনিশ্চিত করে।
রোববার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পাক দূতাবাস।
এতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বার্তা পাঠানো হয়, যা পাকিস্তানের অগ্রগতি ও ঐক্য প্রতিষ্ঠায় দেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এসব বার্তায় দেশের ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টা ও একতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ তার বক্তব্যে পাকিস্তানি কমিউনিটির সদস্যদের পাকিস্তান দিবসের জন্য শুভেচ্ছা জানান। তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যেসব ত্যাগ হয়েছে, তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, আজকের এই দিনে সেই ঐতিহ্যকে সম্মান জানানো প্রয়োজন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতাদের দর্শন অনুসরণ করে এক শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত পাকিস্তান গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলার নেতাদেরও পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য স্মরণ করেন।
অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মিডিয়া প্রতিনিধি এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সুত্র-যুগান্তর
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT