সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫
লক্ষ্মীপুর সদর মডেল থানায় বিচার চাইতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন দুই শিক্ষার্থী।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম সৈকতের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
জানা গেছে, সকালে রিকশাভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পৌরশহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারকে মারধর করেন চালকসহ স্থানীয় লোকজন।
এ ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্র প্রতিনিধি ইলমান ফারাবিসহ শিক্ষার্থীরা। পরে সদর মডেল থানায় বিচার চাইতে আসেন তারা। এ সময় ছাত্রদল নেতা সৈকতের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে থানার ভেতরেই শিক্ষার্থীদের মারধর করেন সৈকতের লোকজন। এতে ফারাবিসহ দুজন আহত হন।
অভিযুক্ত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকত বলেন, রিকশাভাড়া নিয়ে পলিটেকনিকের সামনে এক ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তারা পৌর ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপ্লবকে দোষারোপ করেন। তাকে ধরে এনে মারধরের হুমকি দেন শিক্ষার্থীরা। ঘটনাটি জানতে থানায় এলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে হাতাহাতি হয়েছে।
সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভাড়া নিয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অটোচালক আটক রয়েছেন। তার বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া ছাত্রদলের হামলার বিষয়টি দলীয়ভাবে সমঝোতার আশ্বাস দেওয়া হয়েছে। এরপরও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুত্র-আমারদেশ
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT