ছাতকের কামারগাঁও বাজারে দুই পক্ষের সং*ঘর্ষে আ*হত ২০

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

ছাতকের কামারগাঁও বাজারে দুই পক্ষের সং*ঘর্ষে আ*হত ২০

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজারে কামারগা্ও গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে কামার গাঁও গ্রামের ফারুক মিয়া ও সুহেল মিয়া পক্ষের লোকজনের মাঝে বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের শিশু সাকিব আহমদ ও সায়মন আহমদের ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে। সংঘর্ষে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করেছে। এ সময় বাজারে ছিলো থম-থমে অবস্থা বিরাজমান। সংঘর্ষে গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাকিব আহমদ, ময়জুল মিয়া, নাসির উদ্দিন, জুনেদ মিয়া, আলা উদ্দিন, জমির উদ্দিন, আশরাফ আহমদ, সুলেমান মিয়া, জুনাইদ আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। জাউয়া বাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল