সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
দিনভর ভোগান্তি শেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে ৩০ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেলো ট্রেন। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করার পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল। স্বস্থি ফিরলো যাত্রীদের মাঝে।
জানা যায়, বিভিন্ন দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। ফলে ভোগান্তিতে পরেন যাত্রীরা। ট্রেন না পেয়ে কেউ ফিরে যান, কেউ কেউ বাসে করে গন্তব্যে পৌঁছান।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠকে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় ট্রেন চলাচল। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলো। অবসান ঘটলো যাত্রীদের সীমাহীন দুর্ভোগের।
ট্রেনের শিডিউল অনুযায়ী আজ বুধবার সিলেট থেকে ৫ টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে ঢাকার উদ্দেশ্যে ভোর ৬টা ১৫মিনিটে কালনী এক্সপ্রেস, দুপুর ১২ টায় জয়ন্তিকা এক্সপ্রেস,বিকেল সাড়ে ৩টায় পারাবত এক্সপ্রেস, রাত সাড়ে ১১টায় উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১০টায় উদয়ন এক্সপ্রেস।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম সিলেটভিউ-কে বলেন, সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ও দুপুরে ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে গেছে।
কোন প্রকার শিডিউল বিপর্যয় ঘটেনি জানিয়ে নুরুল ইসলাম বলেন, ট্রেন দু’টি সকল যাত্রী নিয়ে সময়মতো ছেড়ে গিয়েছে। কোন বিলম্ব হয়নি। তিনি জানান, বিকেলে ১টি এবং রাতে আরো ২টি ট্রেন সিলেট ছেড়ে যাবে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT