মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের ২য় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

 

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে হাজীপুরের পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মৃতি পরিষদের সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিনবিজ্ঞানী ও পঞ্চব্রীহি ধানের প্রবর্তক ড. আবেদ চৌধুরী।

এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কানিহাটি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ আহাদ আধুনিক কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী, অত্র কলেজের অধ্যক্ষ মো. হানিফ, পতনউষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর, বিআরডিবির চেয়ারম্যান ও স্মৃতি পরিষদের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা ভট্টাচার্য্য ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক মো. জাকির হোসেন ও অর্থ সম্পাদক শিক্ষক মাহবুবুল আলম সাজমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ আহাদ আধুনিক কলেজের দাতা সদস্য লন্ডন প্রবাসী লুৎফুন নেছা খানম, পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল গফুর, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, প্রভাষক মাসুম তালুকদার, স্মৃতি পরিষদের সমাজকল্যাণ সম্পাদক বিদ্যুৎ পাল, সহধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ভট্টাচার্য্য প্রমুখ।

উল্লেখ্য, গতবছরের ৩০ নভেম্বর পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৬৮ জন ও ৫ম শ্রেণির ৯০ জনসহ মোট ১৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৫ম শ্রেণিতে ১৩ জন ও ৪র্থ শ্রেণিতে ১১ জন মেধাবৃত্তি লাভ করায় তাদেরকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল