সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের হাতপাঠন গ্রামবাসী অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করায় গ্রামবাসীকেই ফাসানোর চেষ্টায় থানায় অভিযোগ দিয়েছে একনারী।গ্রামবাসীর পক্ষ থেকে মিত্যে অপবাদের প্রতিবাদ জানান গণমাধ্যমের এক সাক্ষাতকারে গ্রামের অসংখ্য ব্যাক্তি।
উপজেলার দক্ষিণ বংশীকুন্ডার হাতপাঠন গ্রামে চলতি ১৪৩১বাংলার রাস পূর্ণিমায় ঐগ্রামের সার্ববজনীন হরি মন্দিরে কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।কীর্ত্তন চলাকালে মন্দির চত্বরে মধ্যবয়সী এক নারীকে হেনস্তার অভিযোগ তুলে মধ্যনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন ঐ মধ্যবয়সী নারী।অভিযোগটি সম্পূর্ণ মিত্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন গ্রামের অসংখ্য মুরুব্বিয়ান,হরিমন্দির পরিচালনা কমিটি সহ সকল শ্রেণীর লোকজন।
গ্রামবাসীরা অভিযোগ তুলে বলেন ঐনারী অশালীন ও অসামাজিক আচরনে গ্রামের স্বাভাবিক পরিবেশকে অস্তিতিশীল করে তুলে।এবং মতিলাল সরকারের মদদে ও সহযোগিতায় গ্রামের সামাজিক পরিবেশেকে উশৃঙ্খল করে তুলছে।এসব পরিবেশ থেকে রেহাই পেতে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন গ্রামবাসী।
অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় মধ্যনগর থানায় একটি মিত্যে অভিযোগ দায়ের করে বিকাশ দাস,স্বপন সরকার,কাজল সরকার,কৃষ্ণধন দাস,অতুল দাস সহ গংকে। গ্রামবাসীকে মিত্যে অপবাদে ফসানোর চেষ্টা ও হয়রানী করছে।ঐনারী এবং সার্বিক সহযোগিতাকারী করছে একই গ্রামের মতিলাল সরকার।
অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে গ্রামবাসী একত্রে রয়েছি সর্বদা এবং থাকবো।আমাদের সংকীর্তন চলাকালে কোন অপৃত্তিকর ঘটনাই ঘটেনি বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনপিযুস তালুকদার।তাছাড়া মিত্যে অবিযোগটির বিরুদ্ধে প্রতিবাদের সহিত তদন্তের অনুরোধ জানাই সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।
২৮জানুয়ারী মঙ্গলবার দুপুরে হরিমন্দির প্রাঙ্গনে গণমাধ্যমের সম্মুখে বক্তব্য তুলে ধরেন হাতপাঠন গ্রামের সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনপিযুস তালুকদার,কোষাধ্যক্ষ সজল সরকার,মতিন্দ্র সরকার,কাজল সরকার,টনিক সরকার প্রমুখ।
এবিষয়ে অভিযুক্ত ঐনারী বলেন আমাদের পারিবারিক কলহের জেরে শঙ্খ ভাঙ্গার গঠনা ঘটেছে।এরজেরে আমার সাথে এহেন কর্মকান্ড ঘটে ঘটায় গ্রামবাসী।তবে ঐনারীর স্বামীর সাথে কথা বলতে চাইলে তা’সম্ভব হয়নি।অভিযুক্ত মতিলাল সরকারের সাথে দেখা করতে চাইলে তিনি দুমিনিটের মধ্যে আসছি বলে আর গণমাধ্যম কর্মীদের সামনে আসেননি।আবার গণমাধ্যম কর্মী’তারা কোথায় অবস্থান করছেন মুঠোফোনে সেই খোঁজ রাখছেন বলে জানা যায়।
এবিষয়ে মধ্যনগর থানার এসআই মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন-বিষয়টি আদালতের নির্দেশনায় তদন্তাধীন রয়েছে।খুব শিগ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT