সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
হাওরের জেলা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও কাউয়াজুড়ীর হাওরের হাওর রক্ষা বাধ দেখে খুশীতে ভরপুর স্থানীয় কৃষকেরা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় কাউয়াজুড়ীর হাওরের ৩৪ নং পি আইসি কাজ প্রায় শেষের দিকে কাজের অবস্থা খুবই ভালো।
গত বছরের নায় এবছর সিংহ ভাগ ভালো কাজ হয়েছে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। বাধের কাজ অনুযায়ী হাওর টিকবে বলে আশা ব্যক্ত করেছেন পি আইসি সভাপতি ৩৪ নং পি আইসি সভাপতি নাজমুল খান জানান, খেয়ে না খেয়ে বাধের কাজ করাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দিক নির্দেশনায় আমাদের এ কাজ চলছে। শীঘ্রই আমাদের কাজ শেষ হবে।
সদস্য সচিব জসিম উদ্দিন জানান, এ হাওর আমাদের এখানে ফসল তুলে আমরা জীবিকা নির্বাহ করি। হাওরের ধান আমাদের খাদ্য। বাধের কাজে আমারা শতভাগ দায়িত্বে সাথে কাজ করছি। প্রতিনিয়ত পানি উন্নয়ন বোর্ডের এস ও স্যার সহ সকলের পরামর্শে আমাদের কাজ চলমান।
জনপ্রতিনিধি, সাংবাদিক, সচেতন মহল আমাদের বাধ পরিদশন করেন। প্রতিহিংসার অনলে পুড়ে বিগত দিন সাংবাদিকদের মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমাদের বাধের সংবাদ প্রকাশ করা হয়েছে। তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অপর পি আইসি ১৭ নং ঘুরে দেখা যায় বাধের কাজ ভালো হয়েছে । তবে ডেসিং ও দুর্বাঘাসের প্রয়োজন। কিন্তু বাধের কাজ দেখে অনেক কৃষকেরা আশার আলো দেখছেন। নিশ্চই হাওর এবার রক্ষা হবে। পি আইসি সভাপতি চন্দন আলী জানান,আমি প্রতিহিংসার শিকার।
হাওরে অর্ধশতাধিক পি আইসি থাকতে ১৭ নং পি আইসি সবার চোখে মুখে। আপনারা সরেজমিনে আমাদের বাধের অবস্থা দেখুন। আমি কয়েক বছর যাবত এ কাজের সাথে সম্পৃক্ত আছি। আমার বাধের অবস্থা পানি উন্নয়ন বোর্ড ও অবগত। কিন্তু কিছু কুচক্রী মহল আমাদের উপর ইর্ষান্বিত হয়ে সমালোচন করছে।
ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান খোকন বলেন, তাদের কাজ ভালো হয়েছে। আগামীতে আরো ভালো হওয়া চাই। পানি উন্নয়ন বোর্ড কর্মকতা এস ও মমিন মিয়া বলেন তাদের হাওর রক্ষা বাধের কাজ ভালো হয়েছে। কাউয়াজুড়ীর সহ সকল হাওর রক্ষা বাধের কাজ ভালো করতে আমরা দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ও মাটে ময়দানে আছি।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT