সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৪৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ আটপড়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৪৮তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ শে জানুয়ারী রোজ বুধবার সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে শুরু হয়ে ৩০ শে জানুয়ারী সম্পন্ন হয়েছে। এবং এই শিক্ষাঙ্গনের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসাইন এর সভাপতিত্বে ও শিক্ষক কাজল বণিক, মাওলানা মোঃ কবির হোসেন ও ইমান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষক শফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রিয়জন ফাউন্ডেশনের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী খায়রুল ইসলাম, প্রিয়জন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এনামুল হক লিলু, শিক্ষার্থী অভিভাবক মোঃ ফয়জুল হক, মোঃ নজরুল ইসলাম , আতিকুর রহমান আকিক, আঃ কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মান্না বেগম, তরুণ ছাত্রনেতা রুহুল কিস্ত চৌধুরী, সংবাদ কর্মী জুবায়ের আহমদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাদিয়া আক্তার রিমা ও গীতাপাঠ করেন, শিক্ষার্থী জলী রানী দাস।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ও খেলা পরিচালনা করেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ূম, শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন, প্রদীপ রঞ্জন দাস, তাহিদুর রহমান , কাউসার আলম,আবুল কালাম ফেরদৌস, নাজমুন্নাহার, বদরুদ্দোজা আলম,রনজয় দাস, পিযুষ দেবনাথ, শাহীনুর রহমান, জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবিতা রানী চন্দ, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক রিপন আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, জমাত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও আঃ কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরুস্কার স্পন্সর করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT