সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
সিলেট জৈন্তাপুর’র হরিপুরের স্বনামধন্য প্রয়াত হুজুর সিলেটের মাটিও মানুষের হৃদয়ে গাঁথা শেখ আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন বানোয়াট কুরুচিপূর্ণ লেখার বিষয়টি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যস্ততায় সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ শাহজালাল রহ; মাদরাসার হল রুমে দরগাহ মাদরাসার মুহতামীম হযরত মাওলানা মাসুক উদ্দিন দা: বা: এর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে, সিলেট জেলার বিভিন্ন মাদ্রাসার হুজুর আপামর তৌহিদী জনতা ও মুরব্বিয়ান উপস্থিত ছিলেন।
বৈঠকের প্রথমে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উক্ত বিষয়ের ভুল বুঝাবুঝি, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের বিষয় দেশ ও জাতি ইসলামের স্বার্থে ক্ষমার সহিত বিষয়টিকে সুন্দর মন-মানসিকতার দৃষ্টিকোণ থেকে সমাধানের আহ্বান জানান। উক্ত বৈঠকে উপস্থিত হওয়া, কটুক্তি করা ব্যক্তিরা সকল আলিম-ওলামা ও দেশবাসীর কাছে নি:শর্ত ক্ষমা চান। এমন ভূল আর কখনো হবে না বলে আশ্বস্ত করেন।
এছাড়া বিগত ঘটে যাওয়া মিথ্যা বানোয়াট কটুক্তি নিয়ে কোন ধরনের উস্কানিমূলক পোস্ট ও প্রচারণা হতে বিরত থাকার জন্য দেশবাসী সহ সকলের প্রতি আহব্বান জানানো হয়।
সভায় সর্বসম্মত এক প্রস্তাবে বলা হয়-হযরত সাহাবায়ে কেরাম বিশেষত হযরত মুয়াবিয়া রা: সম্পর্কে কোন কটুক্তি কখনো বরদাশত করা হবেনা। আমাদের মরহুম আকাবেরদের সম্পর্কে যে কোন ধরনের কটু মন্তব্য হতে সকলকে বিরত থাকতে হবে অন্যথায় সামাজিক ও আইনী পদক্ষেপ নেয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দারুল উলুম কানাইঘাটের মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরী,বর্ষীয়ান আলেম মাওলানা রেজাউল করিম জালালি,হরিপুর মাদরাসার মুহতামীম মাওলানা হেলাল আহমদ,সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা আব্দুল কাদির বাগরখলি, দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ, শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সদস্য সচিব শাহ মমশাদ আহমদ, মুফতি রশিদ আহমদ মকবুল, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদরাসার মুহতামীম মাওলানা আহমদ কবির,হেমু মাদরাসার মুহতামীম মুফতি জিল্লুর রহমান কাসেমী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, এডভোকেট মুহাম্মদ আলী,মাওলানা ক্বারী হারুনুর রশীদ, মাওলানা জয়নাল আবেদীন,কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন,সাবেক ইউ পি চেয়ারম্যান আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসেন চতুলী, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ,সাবেক আব্দুল মতিন, চেয়ারম্যান আবু বাকার,সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, মাওলানা আশরাফ আলী মিয়াজানি,মুফতি কয়েস আহমদ, মাওলানা মুহিব্বুল্লাহ,মুফতি মুস্তফা নাদিম, আনোয়ার হুসাইন জামাল,জামাল উদ্দিন,আসলাম হুসাইন প্রমুখ।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT