সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
সিলেট মহানগরী থেকে দুই পিকআপ ভর্তি ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে কমলা ভর্তি পিকআপ দুটি আটক করা হয়।
এসময় আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটলিহাই গ্রামের আবদুন নূরের ছেলে আবুল হাসনাত (৪২) ও একই উপজেলার লাফনাউট গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইমন আহমদ (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে তারা সীমান্ত থেকে কমলার চালানগুলো সিলেট শহরে নিয়ে আসছিল। তাদের সাথে চোরাকারবারে আরও লোকজন জড়িত রয়েছে।
তিনি জানান, দুই পিকআপ থেকে ১৭০ ক্যারট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে। যার ওজন ৩ হাজার ৫৭০ কেজি ও বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT