সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
জকিগঞ্জ ও কানাইঘাটের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট । আজ শনিবার সকালে জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়
গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২ হাজার ৮১ মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট ৫৯৩ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে, যার মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছে। বৃত্তি হিসেবে মেধা গ্রেডের শিক্ষার্থীরা ২৫০০ টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীরা ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ১৫০০ টাকা পেয়েছে। এই বৃত্তি এককালীন প্রদান করা হয়েছে, পাশাপাশি, সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্রও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল্ ইসহাক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা ট্রাস্টের সামাজিক অবদান এবং শিক্ষাখাতে ভূমিকা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার প্রসারে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT