জলঢাকায় মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন।

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জলঢাকায় মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র জলঢাকা উপজেলা কমিটি ঘোষণা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস’র জলঢাকা উপজেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল ১২ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহা সচিব ছগীর আহম্মেদ এর স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট নীলফামারীর জলঢাকা উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়; যার সভাপতি মো:আল আমিন (দৈনিক আজকের সংগ্রাম) এবং সাধারন সম্পাদক গোলাম রব্বানী ডলার (দৈনিক ভোরের সময়) মনোনীত হয়েছেন। সংগঠনের প্যাডে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মো: ছগীর আহম্মেদ স্বাক্ষরিত কমিটির কপিটি আজ ১৩ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির উদ্দেশ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা বলেন, আশাকরি সকলে সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার বিরুদ্ধে আজ থেকে রাজপথে নেমে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হবেন। আজ থেকে আমাদের মতো আপনারাও নেতা নন-সহযোদ্ধা হয়ে কাজ করবেন এবং নির্যাতিত সাংবাদিকদের ছায়াতল হিসেবে সংগঠনের সুনাম সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আশাকরি, আগামী একটি বছরে নিজেদের কর্মকান্ডে নিজেরাই যোগ্য স্থান নির্ধারন করে নিবেন। আমরা আপনাদের কাছ থেকে একটি টাকা নিয়ে সংগঠনে যুক্ত করিনি। তাই আশাকরি সততা ও দায়িত্ববোধ অক্ষুন্ন রেখে আপনারা সংগঠনে ভ্রাতৃত্ববন্ধনে সহবস্থান করবেন। তিনি কমিটির সবাইকে ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করেন নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা:

সভাপতি :মোঃ আল আমিন দৈনিক আজকের সংগ্রাম , সিনিয়র সহ-সভাপতি মিরাজুল রহমান মিরাজ, প্রতিদিন, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, দৈনিক বিকাল বার্তা, সহ-সভাপতি মোঃআলতাব একাত্তর বাংলা টেলিভিশন, সহ-সভাপতি মোঃমশিয়ার রহমান, দৈনিক ঢাকা প্রতিদিন, সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী ডলার দৈনিক ভোরের সময়, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান দৈনিক মাতৃজগত, যুগ্ম সাধারন সম্পাদক কাজী সোহেল রানা দৈনিক আমার সংগ্রাম,সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান দৈনিক পূর্বাভাস, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আশিক দৈনিক পরিবেশ,অর্থ সম্পাদক মোঃ রোকনুজ্জামান আলোকিত পত্রিকা, দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান দৈনিক আজকের সংগ্রাম,নির্বাহী সদস্য আব্দুল মোতালেব দৈনিক কলমযোদ্ধা। নবগঠিত সহযোদ্ধাদের প্রতি সংগঠনের সকল কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ইউটিউব চ্যানেল