সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, অন্তবর্তীকালীন সরকার দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে অনতি বিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। দেরীতে যারা নির্বাচন চায় তারা দেশের ভালো চায় না।তিনি বলেন ছাতক-দোয়ারাবাজার এলাকার সকল দোসরদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দোহালিয়া এলাকার আওয়ামী এক দোসর দেশে-বিদেশে বিএনপি নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন করেছে। বর্তমানে ওই দোসর দেশে অবস্থান করে দেশদ্রোহী কাজে লিপ্ত। তিনি দোয়ারাবাজার উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন, ওই দোসরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। না হয় সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হবে, আর এর দায় প্রশাসনকেই নিতে হবে। শনিবার দলীয় কার্যালয়ের সামনে ঈদ উপলক্ষে দেশে আসা নোয়ারাই ইউনিয়নের প্রবাসী বিএনপি নেতা আলতাফ মিয়া তালুকদার, আমির উদ্দিন, বশির উদ্দিন, মাসুক মিয়া, নিজাম উদ্দিন, আব্দুল মুকিত খাঁন, হেলাল আহমদ, আবিদ রায়হান রাজু, আব্দুল হান্নান, জুয়েল আহমেদ ও শুকুর আলীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এ সব কথা বলেন।সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে
আরো বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, পৌর আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, সংবর্ধিত বিএনপি নেতা আলতাফ মিয়া তালুকদার, আমির উদ্দিন, নিজাম উদ্দিন, ছাতক উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, ছাতক উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, সাবেক ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন ইমরান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইয়াসিন প্রমুখ।
আমাদের ইউটিউব চ্যানেল
প্রধান উপদেষ্টাঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
আইন উপদেষ্টাঃ- এডভোকেট মির্জা হোসাইন।
সম্পাদক ঃ- জাকারিয়া হোসেন জোসেফ
নির্বাহী সম্পাদকঃ- আমির মাহবুব
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-info.sylhetjournal@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by SYLHET JOURNAL IT